মেহরাজ রাব্বি ।। অনেক কিছুই লিখতে ইচ্ছে হয় তবে না লেখাই সম্ভবত উত্তম। কেননা যত লেখা তত শত্রুর মোকাবিলা করা। বাস্তবিক অর্থে নিজের জীবনটা শত ঝামেলার মাঝেও (মানুষ জীবন ঝামেলা বিহিন হয় না এবং স্বাভাবিকও বটে) বেশ আছি। তাহলে কেন নিজের খেয়ে বোনের মোষ তাড়া করি? বিষয়টি ধারণা করছি ভাবার সময় হয়েছে নতুন করে। যাকগে সে কথা।
আফসোসের যে, এই দেশে দশ টাকার সিঙ্গারা খাওয়ায়ে ৭০ বছরের উপরের একজন বৃদ্ধ ১৫ বছরের একজন বাচ্চা মেয়েকে বিয়ে করে (জানি না আপনাদের স্মরণে আছে কিনা?/ পত্রিকার হেড লাইন ছিল)। আমরা সেগুলো নিয়ে হাসাহাসি করেছি। বেশ ওই পর্যন্তই তবে প্রতিকারে গোড়ায় ভাবিনি। সমাজ ভাবেনি। রাষ্ট্রও ভাবেনি। ফলে যেভাবে চলার সমাজ সেভাবেই চলে এসেছে।
আজকে এই নতুন বাংলাদেশে আবার সেই সিঙ্গারায় একজন তরুণ ছেলের যে কিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাকে হত্যা হতে হয়। ঘটনা এতটাই নগন্য যে লিখতেও লজ্জা হয়। নিশ্চয়ই সবার ইতিমধ্যেই ঘটনা জানা হয়ে গেছে।
একটি সিঙ্গারা সম মূল্য একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রাণ ! কোথায় আছি আমরা? কোথায় যাচ্ছি আমরা? তবুও বলতে হবে ভাল আছি। আমাদের সমাজ ভাল আছে। আমাদের রাষ্ট্র ভাল আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ভাল আছে।
ভাববেন না যেন (আপনাদের আবার সব খোলাসা করে না বললে ভুল ব্যাখ্যা আসে/ শত্রু বাড়ে), আমি এই সরকারের সমালোচনা করছি। এটাই আমাদের বহুকালের সমাজ। চলছে এবং চলুক। আমিও না হয় বোনের মোষ না তাড়াই। আমিতো ভাল আছি।