০৮:৫২:৪১ এএম, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দিলেন ইলিয়াস কাঞ্চন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডে সরাসরি জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্যাঁড়াকলের গ্যাঁড়ায় বিএনপি পটুয়াখালীতে বন ‍উজার ঘটনায় তদন্ত কর্মকর্তার তদন্ত করবে কে ? দুমকিতে ঘর মালিকের অর্ধলক্ষাধিক টাকা শ্রমিকদল নেতার পেটে! ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর ১৬ জন আটক। বিমানবন্দরে এক গৃহবধূ পাষণ্ড স্বামীর অত্যাচারের শিকার নিক্সন এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা। বরিশালের চরবাড়িয়া ইউনিয়নে কৃষক দলের কমিটি না যেন আওয়ামীলীগের কমিটি, প্রতিবাদে ঝাড়ু মিছিল দেশে কোটি নিরিহ কর্মীর ঘরে হাহাকার। কলকাতায় কতিপয় আলীগ এমপি-মন্ত্রী ও নেতাদের মদ্যপানের আসর।
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

দুমকিতে ঘর মালিকের অর্ধলক্ষাধিক টাকা শ্রমিকদল নেতার পেটে!

  • প্রকাশের সময় : ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৬২ পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ রাজনৈতিক প্রভাব, পেশী শক্তি আর প্রতারণার আশ্রয়ে পটুয়াখালীর দুমকিতে ঘরমালিকের ১৩মাসের ভাড়া না দিয়ে প্রায় অর্ধলক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মো: ফোরকান সিকদার ও তার ২সহদরের বিরুদ্ধে। প্রতারণার শিকার মুরাদিয়া বোর্ড অফিস বাজারের ব্যবসায়ি ঘরমালিক মো: সামসুল হক খানের ছেলে মো: আল-আমীন খান এসব অভিযোগ করেছেন।
ভুক্তভোগী আলআমীন খানের অভিযোগ সূত্রে জানাযায়, মুরাদিয়া ২নং ওয়ার্ডের বাসিন্দা আ: রাজ্জাক সিকদারের ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: ফোরকান সিকদার ও তার ২সহদর রিপন সিকদার ও মতলেব সিকদার ব্যবসার নামে ১৩মাস পূর্বে ২লাখ টাকা অগ্রিম এবং ৫হাজার টাকা মাসিক চুক্তিতে ঘরভাড়া দেন আল আমীন খান। শর্তানুসারে প্রথম দু‘মাসের ভাড়া দিলেও গত ১৩মাস যাবত ভাড়া না দিয়ে তালবাহানার আশ্রয় নেয়। অপর দিকে ব্যাংক লোন পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে  অগ্রিমের ২লাখ টাকাও হাতিয়ে নেয় কৌশলী প্রতারক ফোরকান। অবস্থা বুঝতে পেড়ে ভাড়া দেয়া ঘরটি তালাবদ্ধ করে দেন আলআমীন। গত শনিবার বিকেল সাড়ে ৪টায় টাকা পরিশোধ না করেই দোকান ঘরটির তালা ভেঙ্গে প্রকাশ্যে দিবালোকে মালামাল নিয়ে যায়। বাঁধা দিতে গেলে প্রতারক ফোরকান, রিপন সিকদার ও ফোরকানের স্ত্রী পরিচয়ের এক নারী তাকে অশ্রাব্য গ্লালাগাল ও খুন জখমের হুমকি দিয়েছে। এঘটনায় ভুক্তভোগী আল আমীন বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এর আগেও অভিযুক্ত শ্রমিকদল নেতা ফোরকানের বিরুদ্ধে ৫‘আগস্ট পরবর্তি আ‘লীগ নেতা-কর্মীর বাড়িঘরে হামলা, লুঠপাট ও চাদা আদায়ের অভিযোগ রয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মো: ফোরকান খান বলেন, আমার দোকানের মালামাল নিয়েছি তাতে কার বাপের কি। ভাড়া টাকা না দেয়ার প্রশ্নে বলেন ওরকাছে আরও টাকা পাওনা আছে। দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন আমার যানা নেই তবে থানায় এসে অভিযোগ করলে আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে।।

ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দিলেন ইলিয়াস কাঞ্চন

দুমকিতে ঘর মালিকের অর্ধলক্ষাধিক টাকা শ্রমিকদল নেতার পেটে!

প্রকাশের সময় : ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি॥ রাজনৈতিক প্রভাব, পেশী শক্তি আর প্রতারণার আশ্রয়ে পটুয়াখালীর দুমকিতে ঘরমালিকের ১৩মাসের ভাড়া না দিয়ে প্রায় অর্ধলক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মো: ফোরকান সিকদার ও তার ২সহদরের বিরুদ্ধে। প্রতারণার শিকার মুরাদিয়া বোর্ড অফিস বাজারের ব্যবসায়ি ঘরমালিক মো: সামসুল হক খানের ছেলে মো: আল-আমীন খান এসব অভিযোগ করেছেন।
ভুক্তভোগী আলআমীন খানের অভিযোগ সূত্রে জানাযায়, মুরাদিয়া ২নং ওয়ার্ডের বাসিন্দা আ: রাজ্জাক সিকদারের ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: ফোরকান সিকদার ও তার ২সহদর রিপন সিকদার ও মতলেব সিকদার ব্যবসার নামে ১৩মাস পূর্বে ২লাখ টাকা অগ্রিম এবং ৫হাজার টাকা মাসিক চুক্তিতে ঘরভাড়া দেন আল আমীন খান। শর্তানুসারে প্রথম দু‘মাসের ভাড়া দিলেও গত ১৩মাস যাবত ভাড়া না দিয়ে তালবাহানার আশ্রয় নেয়। অপর দিকে ব্যাংক লোন পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে  অগ্রিমের ২লাখ টাকাও হাতিয়ে নেয় কৌশলী প্রতারক ফোরকান। অবস্থা বুঝতে পেড়ে ভাড়া দেয়া ঘরটি তালাবদ্ধ করে দেন আলআমীন। গত শনিবার বিকেল সাড়ে ৪টায় টাকা পরিশোধ না করেই দোকান ঘরটির তালা ভেঙ্গে প্রকাশ্যে দিবালোকে মালামাল নিয়ে যায়। বাঁধা দিতে গেলে প্রতারক ফোরকান, রিপন সিকদার ও ফোরকানের স্ত্রী পরিচয়ের এক নারী তাকে অশ্রাব্য গ্লালাগাল ও খুন জখমের হুমকি দিয়েছে। এঘটনায় ভুক্তভোগী আল আমীন বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এর আগেও অভিযুক্ত শ্রমিকদল নেতা ফোরকানের বিরুদ্ধে ৫‘আগস্ট পরবর্তি আ‘লীগ নেতা-কর্মীর বাড়িঘরে হামলা, লুঠপাট ও চাদা আদায়ের অভিযোগ রয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মো: ফোরকান খান বলেন, আমার দোকানের মালামাল নিয়েছি তাতে কার বাপের কি। ভাড়া টাকা না দেয়ার প্রশ্নে বলেন ওরকাছে আরও টাকা পাওনা আছে। দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন আমার যানা নেই তবে থানায় এসে অভিযোগ করলে আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে।।