নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ড এলাকায় বড়াই গাছ কাটাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ সদস্যকে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম , আনোয়ার হোসেন , রফিকুল ইসলাম। বর্তমানে নজরুল ইসলাম মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, নিজের জমি থেকে বড়ই গাছ কেটে ফেলায় প্রতিপক্ষ সাইফুল ইসলাম লিমন, শফিকুল ইসলাম বাবু ,আবু বক্কর সিদ্দিক পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা করে। মূলত জমি ভাগ বন্টনের পূর্বে ঐ গাছ সাইফুল ইসলাম গংরা রোপন করেছিল। জমি ভাগাভাগি হওয়ার পরে একাধিকবার গাছ কেটে নিতে বললেও তারা কোন কিছু তোয়াক্কা করে না। ওই জমিতে ঘর নির্মাণ করতে গাছ কাটলে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শেবাচিমে ভর্তি করে। মারধর করেও ক্ষ্যান্ত হয়নি বিভিন্ন মাধ্যমে হুমকি ও মিথ্যা মামলা দেয়ার পাঁয়তারা চালাচ্ছে প্রতিপক্ষরা। প্রশাসন ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।