ভালোবাসা ভালো থাকুক!
সাহানা সুলতানা
ভালোবাসার জন্য কোন দিবসের অদৌ প্রয়োজন আছে কি?
ভালোবাসার কি কোন নির্দিষ্ট ক্ষণ,কাল,পাত্র নির্ধারণ করা যায়?
ভালোবাসা কি ঠিক দুপুর তিনটায় হয়,নাকি মাঝ রাত্রিতে হয়?
খুব ভোরে ঘুম ঘুম চোখে হয়?
এক কাপ চায়ের তৃষ্ণায় হয়?
ভালোবাসার কি কোন সীমা আছে?
এই যে, যেমন ধরো এক মুঠো ভালোবাসা বা অসীম।
পাগাড়সম ভালোবাসা,নাকি আকাশের মতো বিশালতা
ভালোবাসার কি কোন নিয়ম আছে,,এই ধরো এতটুকু ভালোবাসতেই হবে,,না হলে তাকে ভালোবাসা বলা যাবে না।
কিংবা এর বেশি ভালোবাসা যাবে না।
ভালোবাসা কোথায় জন্মায়,মনে আত্মায় নাকি মস্তিষ্কে?
কোথায় বসবাস করে এই যে,, আমার মনে,, নাকি নিউরনে?
মন বলে বিজ্ঞানে কোন শব্দ নেই।
যার অস্তিত্ব নিয়ে এতো সন্দিহান সেখানে বসবাসকারীকে এতোটা মূল্যবান কেন মনে হবে?
ভালোবাসা হলো মায়া,,মায়ায় পড়ে যাওয়া।
যার প্রতি যার যত মায়া হবে তার প্রতি ভালোবাসাটাও ততখানিই হবে।
ভালোবাসতে দিবস,সময়, স্থান, না লাগলেও একটা জিনিস স্পষ্ট তা হলো খটকা।
এক প্রকার খটকা লাগা থেকে ভালোবাসার আবির্ভাব।
ভালোবাসা ভালো থাকুক।