নিজস্ব প্রতিবেদক।।অনলাইনে বিভিন্ন পন্য বিক্রির নামে ভয়ানক প্রতারণার ফাঁদে ফেলে মানুষের টাকা আত্মসাৎ করাই এই প্রতারক দিনারের কাজ।একাধিক মামলার আসামী হওয়া স্বত্তেও এলাকায় চিটার,বাটপার, প্রতারক হিসেবে ব্যাপক পরিচিতি তার!।দিনারের বাসা সাভারের ব্যাংক টাউন এলাকায়। তার নামে স্হানীয় থানায় মামলা রয়েছে অগণিত। জেলও খেটেছে বহুবার।
এই দিনারের প্রতারণার সাম্রাজ্যের চমকপ্রদ তথ্য অনুসন্ধান করতে মাঠে কয়েকটি মিডিয়া ক্রাইম সেল কাজ করে চলেছে।তবে এলাকাবাসী তাঁকে চিটার ও বাটপার দিনার হিসাবে চিনে।তার প্রতারণার ভয়ানক তথ্য ও ভুক্তভোগীদের কথা যথারীতি ভাবে পর্ব আকারে প্রকাশ করা হবে।