●নারীর আলতো হাসির সৌন্দর্য
সহস্র পুষ্পের সৌন্দর্যের সমান।
———- রামধনু
●এই পৃথিবীতে প্রকৃতির পর যদি
আর কোনও কিছু সুন্দর জিনিস থাকে –
সেটি হল মায়ের মুখের হাসি!
——– রামধনু
●একটি বন্দুকের বুলেটের থেকেও
নারীর আলতো হাসির শক্তি অনেক বেশি।
কারণ বন্দুকের বুলেট হৃদয়কে বাইরের থেকে স্পর্শ করে আঘাত করে,
আর নারীর আলতো হাসি হৃদয়কে ভিতর থেকে স্পর্শ করে আঘাত করে।
——— রামধনু
●প্রকৃতির মতো নারীর হাসিতেও
এক বিমূর্ত শক্তি রয়েছে।
——— রামধনু
●হৃদয়ের মধ্যে প্রেমের শব্দ সৃষ্টি করতে পারে নারীর লাজুক হাসি,তাই এই হাসি এক শক্তি।
——— রামধনু
●নারীর হাসির সৌন্দর্য
এতটাই গভীর যে,পৃথিবীর
কোনও অভিধানের মাধ্যমে
তা বিশ্লেষণ করা যাবে না।
——— রামধনু
●নারীর হাসিতে এমন এক শক্তি রয়েছে,যা-
একটি পরিবারকে সামাজিক-মানসিকভাবে সুস্থ রাখতে সক্ষম।
———- রামধনু
●একটি বুলেট একদল যুব সমাজকে
কখনো নিমিষেই দুর্বল করতে পারবে না,
তবে মেয়েদের লাজুক হাসি
একদল যুব সমাজকে নিমিষেই দুর্বল করতে সক্ষম।
——– রামধনু
●নারীর হাসিতে রয়েছে
এক চন্দ্র সৌন্দর্য,
যার কিরণে সমগ্র
হৃদয়রাজ্য আলোকিত হয়।
——— রামধনু
●নারীর হাসি হল এমন এক মায়া,
যার শক্তিতে একজন পুরুষ
স্বর্গসুখ অনুভব করেন।
——— রামধনু