১২:৫০:১৬ এএম, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উন্নয়ন বৈষম্য শিকার বরিশাল, একনেকে ১৬ প্রকল্পের অর্থ বেশির ভাগ চট্টগ্রামে বরাদ্দ, পায়রা বন্দর ঘিরে গভীর ষড়যন্ত্র। একটি সিঙ্গারা সম মূল্য একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রাণ ! উজিরপুরে আওয়ামী লীগ নেতা নাসির আহমেদ রনির বিরুদ্ধে সরকারি জমি দখল ও দালালির অভিযোগে তোলপাড়। ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দিলেন ইলিয়াস কাঞ্চন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডে সরাসরি জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্যাঁড়াকলের গ্যাঁড়ায় বিএনপি পটুয়াখালীতে বন ‍উজার ঘটনায় তদন্ত কর্মকর্তার তদন্ত করবে কে ? দুমকিতে ঘর মালিকের অর্ধলক্ষাধিক টাকা শ্রমিকদল নেতার পেটে! ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর ১৬ জন আটক। বিমানবন্দরে এক গৃহবধূ পাষণ্ড স্বামীর অত্যাচারের শিকার
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

লেখক জয়দেব বেরা’র সংক্ষিপ্ত পরিচয়

  • প্রকাশের সময় : ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১৪৪ পড়া হয়েছে

জয়দেব বেরা ভারতবর্ষের একজন তরুণ কবি,সাহিত্যিক এবং লেখক।তিনি মানসী সাহিত্য পত্রিকার সম্পাদক। তিনি রামধনু ছদ্মনামে দুই বাংলায় পরিচিত। পিতার নাম রিন্টু বেরা ও মাতার নাম মানসী বেরা।তিনি ১৯৯৭ সালে ১২ই আগস্ট পূর্ব মেদিনীপুর জেলার বৃন্দাবনপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি মূলত গ্রাম্য পরিবেশে বড় হয়েছেন।তিনি বাজকুল মিলনী মহাবিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিষয়ে অনার্স নিয়ে প্রথম শ্রেণীতে বি.এ. পাশ করেন এবং তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব(Sociology) বিষয়ের উপর প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করে এম.এ. ডিগ্রী অর্জন করেন।তারজন্য তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে রৌপ্য পদক প্রাপ্ত করেন।তিনি হুগলির শ্রীরামপুর কলেজ থেকে Applied sociology এর উপর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।এবং ২০২০ সালে Post Graduate Diploma In N.G.O. Management (A.U) ডিগ্রী অর্জন করেন।তিনি NSOU থেকে ২০২০ সালে Child Rights and Protection এর ওপর একটি কোর্স কমপ্লিট করেন।তিনি ২০২১ সালে NSOU থেকে MSW ডিগ্রী অর্জন করেন।তারপর তিনি ২০২২ সালে বি.এড.(WBUTTEPA) ডিগ্রি অর্জন করেন।এর পর তিনি ২০২২ সালে BLIS (NSOU) ডিগ্রি অর্জন এর জন্য ভর্তি হন।তারপর ২০২৪ সালে তিনি IGNOU তে Psychology বিষয়ে তৃতীয় এম.এ. তে ভর্তি হন।এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানসিক স্বাস্থ্য বিষয়ক ও Counselling এর উপর নানান কোর্স করেন।তিনি অসংখ্য সেমিনার,ওয়েবিনার, ওয়ার্কশপ সহ সাহিত্য ও শিক্ষামূলক সভায় যোগদান করেছেন।তিনি ভবিষ্যতে গবেষণা কে সামনে রেখে এগিয়ে যেতে চান।

●বিভিন্ন বিষয় চর্চা ও স্কলারশিপ:-
Sociology, Social Work এর পাশাপাশি তিনি বিজ্ঞান, Astrology, আয়ুর্বেদ,যৌনবিদ্যা, ধর্ম শাস্ত্র, সাহিত্য প্রভৃতি সহ নানান বিষয়ে চর্চা করতেন।পড়াশোনার জন্য তিনি বহু সরকারি ও বেসরকারি স্করলারশিপ লাভ করেছেন। এছাড়াও ‘জাগ্রত ছাত্র সমাজের’ পরীক্ষা দিয়ে মায়াপুর ইসকন মন্দির থেকে ২০১৩ সালে ‘ভক্তিবেদান্ত স্কলারশিপ প্রাপ্ত হন।এছাড়াও তিনি ২০১৪ সালে ‘ভূগোল’ বিষয়ের উপর পরীক্ষা দিয়ে ‘ভূগোল প্রস্তুতি মঞ্চ’ থেকে প্রথম স্থান অধিকার করেন।

●পেশা:- বর্তমানে তিনি উলুবেড়িয়ার সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং,সঞ্জীবন কলেজ অফ নার্সিং এবং গভর্মেন্ট কলেজ অফ নার্সিং,শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল, তমলুকের মাতঙ্গিনী গভর্মেন্ট কলেজ অফ নার্সিং,তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল এবং শান্তিনিকেতনের মৃণালিনী দেবী কলেজ অফ নার্সিংয়ে সমাজতত্ত্বের অতিথি অধ্যাপক হিসাবে নিযুক্ত রয়েছেন।এছাড়াও তিনি বিভিন্ন সংস্থায় কাউন্সেলর হিসেবেও নিযুক্ত রয়েছেন।এর পাশাপাশি তিনি MIND WELLNESS ACADEMY এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি ছাত্রাবস্থা থেকেই একজন অক্ষরকর্মী হিসেবে সুপরিচিতি।

●সদস্য:- তিনি ‘পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ’ (আজীবন সদস্য)এবং ‘ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’ এর সদস্য।

●সাহিত্যকর্ম:-আনন্দবাজার, যুগশঙ্খ,কর্মক্ষেত্র,জয় বাংলা,দুরন্ত বার্তা,দিনদর্পণ,বিপ্লবী সংবাদ দর্পণ,প্রাসঙ্গিক পত্রিকা,মুকুর পত্রিকা,নবপ্রয়াস পত্রিকা,সাতসকাল নিউজ পত্রিকা,শুভ্রা পত্রিকা,অল্পনার কবিতা পত্রিকা,পোস্টম‍্যান পত্রিকা,কবিতা কুটির পত্রিকা, রঙমিলান্তি পত্রিকা,শিল্পনীড় পত্রিকা,আপনজন,জীবিকা বাহার,বইসই, নববেলা(বাংলাদেশ),দৈনিক সুদীপ্ত চাঁদপুর(বাংলাদেশ),দৈনিক গড়ব বাংলাদেশ(বাংলাদেশ), দর্পণ(বাংলাদেশ), কালের ছবি পত্রিকা(বাংলাদেশ), প্রতিভার প্রভা (বাংলাদেশ),মাসিক ঝঞ্ঝা পত্রিকা(বাংলাদেশ), স্বপ্ননীড় পত্রিকা,প্যারিস টাইমস (প্যারিস), সাময়িকী (নরওয়ে),সময়ের শব্দ(নরওয়ে), প্রভাত ফেরী(অস্ট্রেলিয়া), আশ্রম(কানাডা) সহ বহু ম্যাগাজিনে এবং দেশ – বিদেশের অসংখ্য পত্র-পত্রিকায় তাঁর লেখা সমাদৃত হয়েছে।

● সম্মাননা- তিনি লেখা-লেখির জন্য একাধিক সম্মাননা অর্জন করেছেন-দুইরত্ন সম্মান,কাব্য জোত্যি সম্মান, কবিরত্ন সম্মান, মুকুর শারদীয়া সম্মান-২০১৯, স্মারক সম্মান-২০১৯,মুকুর লেখনী সম্মান-২০২০, মুকুর সাহিত্য সংকল্প সম্মান, অণুছবি অণুকৃষ্টি সম্মান,কাব্যকণিকা রত্ন সম্মাননা, ঈশপ দলিত স্মৃতি সম্মাননা-২০২১(NYRA BOOKS), কাব্যশ্রী সম্মান,মধুশ্রী সাহিত্য সম্মাননা-২০২৩, অণুছবি জুরি অ্যাওয়ার্ড-2024 প্রভৃতি।

● লেখালেখি ও গ্রন্থ সমূহ:- পশ্চিমবঙ্গে তিনি সর্বপ্রথম ক্লাস চতুর্থ শ্রেণিতে বেসরকারি ভাবে সমাজতত্ত্ব পড়াশোনা চালু করার উদ্যোগ গ্রহণ করেন।ভারতবর্ষে তিনি প্রথম NSS বিষয়ের উপর বাংলা ভাষায় কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্য বই রচনা করেছেন।সমাজবিজ্ঞানে উনার দুটি নতুন ভাবনা হল- “সোশ্যাল ক্লিনিক” এবং “সামাজিক ডাক্তার”।তিনি CTN টিভিতে সাহিত্য ও সমাজতত্ত্ব নিয়ে নানান আলোচনা করেছেন।তিনি উচ্চ- মাধ্যমিক স্তরের WBHA টেষ্ট পেপারও (সমাজতত্ত্ব বিভাগ) রচনা করেছেন।তিনি ফিল্ম স্টোরি ও গান লেখার পাশাপাশি একাধিক একক ও যৌথ গ্রন্থ রচনা করেছেন।তাঁর লেখা ও পরিচালিত শর্ট ফিল্ম টি হল- ‘প্রতারণা’।আর একটি শর্ট ফিল্ম স্টোরি হল-‘পিরিয়ড’ এবং ‘পূজারিণী’। এবং তাঁর লেখা গানগুলি হল- ‘একদিন যেতে হবে ভবপার রে’ , ‘করোনা শেষ হবে কত দিনে’, ‘তোমাকে করব গো হৃদয়ের রানি’ , ভালোবাসি তোমায় ভালোবেসে যাবো’ প্রভৃতি।

তাঁর রচিত একক ও সম্পাদিত গ্রন্থ এবং জার্নালগুলি হল-

★একক কাব্যগ্রন্থ- ‘কবিতার ভেলা’, ‘কবিতায় মার্ক্সবাদ’ , ‘বাস্তবতা’, ‘কবিতারাও কথা বলে’, ‘কবি ও কবিতার প্রেম’।

★একক গল্পের বই : ভয়ানক সেই রাত(একটি ভৌতিক গল্পের বই)।

★যৌথ কাব্যগ্রন্থ- কবিতার মহল্লা,প্রেমনগরী,দোহার,হেমন্তিকা,কাচের জানলা,দুই মলাটে কবিসভা,কবিতার চিলেকোঠা, সমকালের দুই বাংলার কবিতা-২(বাংলাদেশ),নাম দিয়েছি ভালোবাসা, সৈকতের বালুকনা,কবির কল্পনায়, শব্দভূমি,হৃদয়ের প্রাঙ্গণে, কবিতা সংকলন-১,আলাপন,
কবিতারা কথা বলে প্রভৃতি সহ একাধিক যৌথ কাব্যগ্রন্থ।

★একক নিবন্ধ/প্রবন্ধ এর বই:- ‘জাগরণ’, ‘কোভিড-১৯ ও সমাজতত্ত্ব’, ‘নির্বাচিত প্রবন্ধ ও নিবন্ধ সমগ্ৰ (প্রথম খন্ড), মনের কথামালা(বাংলাদেশ),মন খারাপের সমাধান(মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং বিষয়ক বই) প্রভৃতি।

★সম্পাদনা মূলক বই- ‘দলিত’, ‘পলাশের ডাকে বসন্ত প্রহরীরা’,’আদিবাসীদের সমাজ ও জীবনযাত্রা’, ‘প্রসঙ্গ ও প্রাসঙ্গিকতায় নারীবাদ’।

★সম্পাদনা মূলক জার্নাল-
১) সেতু (ISSN: 2454-1923 )14 th year, 37 Issue, December-2020.)
২)ইলোরা (ISSN: 2321-7707)
28th year, 42nd Issue, September-2023)

★একক সমাজতত্ত্বের বই/স্কুল পাঠ্য বই:- ‘সমাজতাত্ত্বিকদের ইতিবৃত্ত’, ‘ শিশুদের সমাজতত্ত্ব'(চতুর্থ শ্রেণি), ‘উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের সাফল্য'(দ্বাদশ শ্রেনি), ‘উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের প্রশ্ন সম্ভার (একাদশ ও দ্বাদশ শ্রেণি),উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের সমাধান (দ্বাদশ শ্রেণি), সমাজতত্ত্ব ও সমাজকর্মের পরিপ্রেক্ষিতে জাতীয় সেবা প্রকল্প (NSS)প্রভৃতি।

জনপ্রিয়

উন্নয়ন বৈষম্য শিকার বরিশাল, একনেকে ১৬ প্রকল্পের অর্থ বেশির ভাগ চট্টগ্রামে বরাদ্দ, পায়রা বন্দর ঘিরে গভীর ষড়যন্ত্র।

লেখক জয়দেব বেরা’র সংক্ষিপ্ত পরিচয়

প্রকাশের সময় : ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

জয়দেব বেরা ভারতবর্ষের একজন তরুণ কবি,সাহিত্যিক এবং লেখক।তিনি মানসী সাহিত্য পত্রিকার সম্পাদক। তিনি রামধনু ছদ্মনামে দুই বাংলায় পরিচিত। পিতার নাম রিন্টু বেরা ও মাতার নাম মানসী বেরা।তিনি ১৯৯৭ সালে ১২ই আগস্ট পূর্ব মেদিনীপুর জেলার বৃন্দাবনপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি মূলত গ্রাম্য পরিবেশে বড় হয়েছেন।তিনি বাজকুল মিলনী মহাবিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিষয়ে অনার্স নিয়ে প্রথম শ্রেণীতে বি.এ. পাশ করেন এবং তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব(Sociology) বিষয়ের উপর প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করে এম.এ. ডিগ্রী অর্জন করেন।তারজন্য তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে রৌপ্য পদক প্রাপ্ত করেন।তিনি হুগলির শ্রীরামপুর কলেজ থেকে Applied sociology এর উপর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।এবং ২০২০ সালে Post Graduate Diploma In N.G.O. Management (A.U) ডিগ্রী অর্জন করেন।তিনি NSOU থেকে ২০২০ সালে Child Rights and Protection এর ওপর একটি কোর্স কমপ্লিট করেন।তিনি ২০২১ সালে NSOU থেকে MSW ডিগ্রী অর্জন করেন।তারপর তিনি ২০২২ সালে বি.এড.(WBUTTEPA) ডিগ্রি অর্জন করেন।এর পর তিনি ২০২২ সালে BLIS (NSOU) ডিগ্রি অর্জন এর জন্য ভর্তি হন।তারপর ২০২৪ সালে তিনি IGNOU তে Psychology বিষয়ে তৃতীয় এম.এ. তে ভর্তি হন।এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানসিক স্বাস্থ্য বিষয়ক ও Counselling এর উপর নানান কোর্স করেন।তিনি অসংখ্য সেমিনার,ওয়েবিনার, ওয়ার্কশপ সহ সাহিত্য ও শিক্ষামূলক সভায় যোগদান করেছেন।তিনি ভবিষ্যতে গবেষণা কে সামনে রেখে এগিয়ে যেতে চান।

●বিভিন্ন বিষয় চর্চা ও স্কলারশিপ:-
Sociology, Social Work এর পাশাপাশি তিনি বিজ্ঞান, Astrology, আয়ুর্বেদ,যৌনবিদ্যা, ধর্ম শাস্ত্র, সাহিত্য প্রভৃতি সহ নানান বিষয়ে চর্চা করতেন।পড়াশোনার জন্য তিনি বহু সরকারি ও বেসরকারি স্করলারশিপ লাভ করেছেন। এছাড়াও ‘জাগ্রত ছাত্র সমাজের’ পরীক্ষা দিয়ে মায়াপুর ইসকন মন্দির থেকে ২০১৩ সালে ‘ভক্তিবেদান্ত স্কলারশিপ প্রাপ্ত হন।এছাড়াও তিনি ২০১৪ সালে ‘ভূগোল’ বিষয়ের উপর পরীক্ষা দিয়ে ‘ভূগোল প্রস্তুতি মঞ্চ’ থেকে প্রথম স্থান অধিকার করেন।

●পেশা:- বর্তমানে তিনি উলুবেড়িয়ার সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং,সঞ্জীবন কলেজ অফ নার্সিং এবং গভর্মেন্ট কলেজ অফ নার্সিং,শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল, তমলুকের মাতঙ্গিনী গভর্মেন্ট কলেজ অফ নার্সিং,তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল এবং শান্তিনিকেতনের মৃণালিনী দেবী কলেজ অফ নার্সিংয়ে সমাজতত্ত্বের অতিথি অধ্যাপক হিসাবে নিযুক্ত রয়েছেন।এছাড়াও তিনি বিভিন্ন সংস্থায় কাউন্সেলর হিসেবেও নিযুক্ত রয়েছেন।এর পাশাপাশি তিনি MIND WELLNESS ACADEMY এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি ছাত্রাবস্থা থেকেই একজন অক্ষরকর্মী হিসেবে সুপরিচিতি।

●সদস্য:- তিনি ‘পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ’ (আজীবন সদস্য)এবং ‘ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’ এর সদস্য।

●সাহিত্যকর্ম:-আনন্দবাজার, যুগশঙ্খ,কর্মক্ষেত্র,জয় বাংলা,দুরন্ত বার্তা,দিনদর্পণ,বিপ্লবী সংবাদ দর্পণ,প্রাসঙ্গিক পত্রিকা,মুকুর পত্রিকা,নবপ্রয়াস পত্রিকা,সাতসকাল নিউজ পত্রিকা,শুভ্রা পত্রিকা,অল্পনার কবিতা পত্রিকা,পোস্টম‍্যান পত্রিকা,কবিতা কুটির পত্রিকা, রঙমিলান্তি পত্রিকা,শিল্পনীড় পত্রিকা,আপনজন,জীবিকা বাহার,বইসই, নববেলা(বাংলাদেশ),দৈনিক সুদীপ্ত চাঁদপুর(বাংলাদেশ),দৈনিক গড়ব বাংলাদেশ(বাংলাদেশ), দর্পণ(বাংলাদেশ), কালের ছবি পত্রিকা(বাংলাদেশ), প্রতিভার প্রভা (বাংলাদেশ),মাসিক ঝঞ্ঝা পত্রিকা(বাংলাদেশ), স্বপ্ননীড় পত্রিকা,প্যারিস টাইমস (প্যারিস), সাময়িকী (নরওয়ে),সময়ের শব্দ(নরওয়ে), প্রভাত ফেরী(অস্ট্রেলিয়া), আশ্রম(কানাডা) সহ বহু ম্যাগাজিনে এবং দেশ – বিদেশের অসংখ্য পত্র-পত্রিকায় তাঁর লেখা সমাদৃত হয়েছে।

● সম্মাননা- তিনি লেখা-লেখির জন্য একাধিক সম্মাননা অর্জন করেছেন-দুইরত্ন সম্মান,কাব্য জোত্যি সম্মান, কবিরত্ন সম্মান, মুকুর শারদীয়া সম্মান-২০১৯, স্মারক সম্মান-২০১৯,মুকুর লেখনী সম্মান-২০২০, মুকুর সাহিত্য সংকল্প সম্মান, অণুছবি অণুকৃষ্টি সম্মান,কাব্যকণিকা রত্ন সম্মাননা, ঈশপ দলিত স্মৃতি সম্মাননা-২০২১(NYRA BOOKS), কাব্যশ্রী সম্মান,মধুশ্রী সাহিত্য সম্মাননা-২০২৩, অণুছবি জুরি অ্যাওয়ার্ড-2024 প্রভৃতি।

● লেখালেখি ও গ্রন্থ সমূহ:- পশ্চিমবঙ্গে তিনি সর্বপ্রথম ক্লাস চতুর্থ শ্রেণিতে বেসরকারি ভাবে সমাজতত্ত্ব পড়াশোনা চালু করার উদ্যোগ গ্রহণ করেন।ভারতবর্ষে তিনি প্রথম NSS বিষয়ের উপর বাংলা ভাষায় কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্য বই রচনা করেছেন।সমাজবিজ্ঞানে উনার দুটি নতুন ভাবনা হল- “সোশ্যাল ক্লিনিক” এবং “সামাজিক ডাক্তার”।তিনি CTN টিভিতে সাহিত্য ও সমাজতত্ত্ব নিয়ে নানান আলোচনা করেছেন।তিনি উচ্চ- মাধ্যমিক স্তরের WBHA টেষ্ট পেপারও (সমাজতত্ত্ব বিভাগ) রচনা করেছেন।তিনি ফিল্ম স্টোরি ও গান লেখার পাশাপাশি একাধিক একক ও যৌথ গ্রন্থ রচনা করেছেন।তাঁর লেখা ও পরিচালিত শর্ট ফিল্ম টি হল- ‘প্রতারণা’।আর একটি শর্ট ফিল্ম স্টোরি হল-‘পিরিয়ড’ এবং ‘পূজারিণী’। এবং তাঁর লেখা গানগুলি হল- ‘একদিন যেতে হবে ভবপার রে’ , ‘করোনা শেষ হবে কত দিনে’, ‘তোমাকে করব গো হৃদয়ের রানি’ , ভালোবাসি তোমায় ভালোবেসে যাবো’ প্রভৃতি।

তাঁর রচিত একক ও সম্পাদিত গ্রন্থ এবং জার্নালগুলি হল-

★একক কাব্যগ্রন্থ- ‘কবিতার ভেলা’, ‘কবিতায় মার্ক্সবাদ’ , ‘বাস্তবতা’, ‘কবিতারাও কথা বলে’, ‘কবি ও কবিতার প্রেম’।

★একক গল্পের বই : ভয়ানক সেই রাত(একটি ভৌতিক গল্পের বই)।

★যৌথ কাব্যগ্রন্থ- কবিতার মহল্লা,প্রেমনগরী,দোহার,হেমন্তিকা,কাচের জানলা,দুই মলাটে কবিসভা,কবিতার চিলেকোঠা, সমকালের দুই বাংলার কবিতা-২(বাংলাদেশ),নাম দিয়েছি ভালোবাসা, সৈকতের বালুকনা,কবির কল্পনায়, শব্দভূমি,হৃদয়ের প্রাঙ্গণে, কবিতা সংকলন-১,আলাপন,
কবিতারা কথা বলে প্রভৃতি সহ একাধিক যৌথ কাব্যগ্রন্থ।

★একক নিবন্ধ/প্রবন্ধ এর বই:- ‘জাগরণ’, ‘কোভিড-১৯ ও সমাজতত্ত্ব’, ‘নির্বাচিত প্রবন্ধ ও নিবন্ধ সমগ্ৰ (প্রথম খন্ড), মনের কথামালা(বাংলাদেশ),মন খারাপের সমাধান(মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং বিষয়ক বই) প্রভৃতি।

★সম্পাদনা মূলক বই- ‘দলিত’, ‘পলাশের ডাকে বসন্ত প্রহরীরা’,’আদিবাসীদের সমাজ ও জীবনযাত্রা’, ‘প্রসঙ্গ ও প্রাসঙ্গিকতায় নারীবাদ’।

★সম্পাদনা মূলক জার্নাল-
১) সেতু (ISSN: 2454-1923 )14 th year, 37 Issue, December-2020.)
২)ইলোরা (ISSN: 2321-7707)
28th year, 42nd Issue, September-2023)

★একক সমাজতত্ত্বের বই/স্কুল পাঠ্য বই:- ‘সমাজতাত্ত্বিকদের ইতিবৃত্ত’, ‘ শিশুদের সমাজতত্ত্ব'(চতুর্থ শ্রেণি), ‘উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের সাফল্য'(দ্বাদশ শ্রেনি), ‘উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের প্রশ্ন সম্ভার (একাদশ ও দ্বাদশ শ্রেণি),উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের সমাধান (দ্বাদশ শ্রেণি), সমাজতত্ত্ব ও সমাজকর্মের পরিপ্রেক্ষিতে জাতীয় সেবা প্রকল্প (NSS)প্রভৃতি।